মাসুদ হোসেন : চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি চাঁদপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী সোনালী ব্যাংক, চাঁদপুর শাখার ৩১ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ নিয়ে পত্র পত্রিকা ও ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। গতকাল শনিবার সোনালী ব্যাংক হেড অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটির প্রধান করা হলেন সোনালী ব্যাংক হেড অফিসের অডিট শাখার সহকারী মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম ভূইয়া,সদস্য যথাক্রমে সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইউনুস ও সদস্য ফেরদেীস আলম খান । আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে । সোনালী ব্যাংক চাঁদপুর শাখা সূত্রে জানা গেছে,এ ঘটনা এর আগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তখনও ৫ কার্যদিবসের মধ্যে রিপোট দিতে বলা হয়েছিলো । কিন্তু গতকাল এ নিয়ে জাতীয় দৈনিক ও বিভিন্ন একাধিক স্থানীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে সোনালী ব্যাংক হেড অফিসের নতুন করে এ তদন্ত কমিটির সময় বাড়ানো হয় । যথাযথভাবে তদন্ত করতে বলা হয়েছে । অপরদিকে জানা গেছে, মেসার্স সী ফুড করপোরেশনের মালিক বিশিষ্ট ব্যবসায়ী জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি চাঁদপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী এখনো আত্ম গোপনে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি । বিশ্বস্তসুত্রে জানা গেছে, শাহীদুর রহমান চৌধুরী স্বপরিবারে আমেরিকা রয়েছেন । অরদিকে জানা গেছে,এ ঘটনায় সোনালী ব্যাংক চাঁদপুর শাখার এবং হেড অফিসের ঋন অনুমোদনকারী অনেক কর্মকর্তা জড়িত । ঋন দেয়ার সময় এবং নবায়নের সময় মোটা অংকের টাকা নিয়ে ব্যাংক কমকর্তারা এ অনিয়ম করেছে ।