প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সামাজিক নিরাপত্তা বেষ্টনী
কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ
সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী ও পামডো
সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও সঞ্চালনা
করেন পল্লী শ্রী সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী মঈনুল হক বাপ্পী।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা
সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মো. সফিউল ইসলাম, সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো.
নুরুজ্জামান মিয়া, পৌর মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, সানোয়ারা বেগম,
কাউন্সিলর আব্দুল জব্বর মাসুদ, গোলাফ্ধসঢ়;ফর হোসেন, পল্লী শ্রী সংস্থা’র
মনিটরিং এন্ড ইভেলিউশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সিনিয়র
কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার কৃষ্ণা রবিদাস, কমিউনিটি
ডেভেলপমেন্ট সুপারভাইজার মোছা. শাহনাজ পারভীন, জান্নাতুন ফেরদৌস মুক্তা,
রওশন আরা, রাধা রাণী, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক প্লাবন গুপ্ত শুভ
প্রমূখ।
উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের এপেক্স বডি’র সদস্য-সদস্যা,
জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ ৫০জন নারী ও পুরুষ অংশ নেন।