শুভ ঘোষ,মুন্সীগঞ্জ থেকে ফিরে: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের
ময়ফল বেগম নামের এক মহিলা মেম্বার কর্তৃক দক্ষিন
কেরানীগঞ্জের মোল্লা বাজার সড়কের চাঁদাবাজির প্রতিবাদে ৩
দিন যাবত দের শতাধিক সিএনজি বন্ধ। প্রতিকার চেয়ে সড়কে
টায়ার জ্বালীয়ে অবরোধ করেছে সিএনজি মালিক ও চালকরা।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুইঘন্টা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর চৌরাস্তায় এই
অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বালুরচর
চৌরাস্তায় টায়ার জ্বালীয়ে অবরোধে সৃষ্টি করে যানচলাচল বন্ধ
করে দেয়। এতে সিএনজি মালিক,চালক ছাড়াও বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ অংশ নেন।
এ সময় বিক্ষোভ কারী বলেন,ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের কুন্ডা
ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং সংরক্ষিত ইউপি সদস্য ময়ফল বেগম
সিএনজি প্রতি ১শ টাকা হারে চাঁদা দাবী করেন। চাঁদার
টাকা দিতে অ¯^ীকৃর্তি জানালেন সিএনজি আটকে দেয়ার
হুমকি দিয়ে আসছেন । ফলে বালুরচর থেকে ঢাকার পোস্তকলা
রুটের সকল সিএনজি বিগত ৩ দিন ধরে বন্ধ রাখা হয়েছে। তারা
এই চাঁদাবাজদের হাত থেকে দ্রুত পরিত্রানে সরকারে প্রতি
জোরালো দাবী জানান।
এ ব্যাপারে সংরক্ষিত ইউপি সদস্য ময়ফল বেগম জানান,
সিএনজি রাখার জায়গা ভারা,লাইনম্যান ও টহল পুলিশের জন্য খরচ
দিতে হয় । এই খরচ না দিলে এই রুটে সিরাজদিখানের কোন
সিএনজি চলতে দেওয়া হবেনা।