মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনটি ২শত বছরের পুরানো। ১৯৭৫ সালের
দিকে আড়াই’শ ফিটের মূল যাত্রী ছাউনিটি নির্মিত হয়। ৪২ বছর ধরে
রয়েছে ্ধসঢ়;ঐ একই ছাউনি। বর্তমানে ওই যাত্রী ছাউনীর পুরো অংশ জং ধরে নষ্ট
হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি পড়ে ছাউনির তলায় কর্দমকআর সৃষ্টি
হয়। যাত্রীরা চলাফেরা করতে গা ভিজে যায়। অনেকে চলাচলের সময় পা পিছলে
কাঁদায় পড়ে যায়। ঢাকা ও রাজশাহীগামী আন্ধসঢ়;ঃনগর ট্রেনের স্টপিজ হওয়ায়
এই ষ্টেশনের যাত্রীদের আনাগোনা অনেক গুনে বেড়ে গেছে। রাজস্ব আয়
বেড়েছে প্রত্যাশার চেয়ে ৩ গুন। সেই তুলনায় এই ষ্টেশনটির যাত্রী সেবার
মান বাড়েনি। পাঁচবিবি একটি আর্দশ উপজেলা। শিক্ষা, সংস্কৃতি,
ক্রীড়া, কৃষি ও ব্যবসা বাণিজ্যের উর্বর ভ’মি হিসাবে অনেক খ্যাতি
রয়েছে। ফলে এই সুবাদে এ উপজেলায় বহু লোকের আনাগোনা। রেলের
টিকেটের তুলনায় যাত্রীর পরিমাণ কয়েক গুন বেশি। তাই টিকিটের পরিমাণ
বৃদ্ধি সহ সকল আন্তঃনগর ট্রেনের স্টপিজ জরুরী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের
উদাসীনতার কারনে এসব সমস্যার সমাধান আজও হয়নি। এ বিষয়ে
পাঁচবিবি রেল ষ্টেশনের ষ্টেশন মাস্টার আব্দুল হামিদ বলেন, যাত্রী ছাউনির
বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে একাধিক বার জানানো হয়েছে।