বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে কয়দিন আগেই অস্ট্রেলিয়া ‘এ’ দল তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে। এ দ্বন্দ্ব অব্যাহত থাকলে তাদের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তারপরও অস্ট্রেলিয়া আসছে ধরে নিয়েই আসন্ন হোম সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। অবশ্য এই সিরিজে বাংলাদেশকে কিছুটা হলেও এগিয়ে রাখলেন ওপেনার ইমরুল কায়েস। কন্ডিশনের কারণেই নিজেদের এগিয়ে রেখেছেন তিনি।
দুটি টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা স্টিভেন স্মিথদের। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলটির। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল কায়েস। দলের প্রস্তুতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের কন্ডিশনে আমরা টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই ভালো খেলছি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে আমরা এমন কন্ডিশনেই খেলেছিলাম। সাফল্যও পেয়েছিলাম। এমন কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করা অসম্ভব নয়।’
এদিকে ইমরুল বেশ কিছুদিন ধরেই দলে থাকলেও একাদশে খুব একটা জায়গা পাচ্ছেন না। অবশ্য এতে তাঁর খুব একটা আক্ষেপ নেই, ‘এটা ঠিক, নিয়মিত খেলতে না পারলে পাফরম্যান্সে তা প্রভাব ফেলে। হুট করে একটি ম্যাচে খেলতে নামলে কাজটা কঠিন হয়ে যায়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এটার সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো।