হিলি সংবাদদাতা:দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ানে
কাদিপুর গ্রামে ২০১৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিন কাদিপুর ক্রীড়া ও সংস্কৃতি
সংঘের উদ্দগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় বক্তরা বলেন,দেশে যে
জঙ্গীবাদ,হত্যা,গুম,খুন হচ্ছে তার প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে।আমরা
চাই দেশের মানুষ শান্তিতে থাকুক।আমরা প্রয়োজনে সংগঠনের পক্ষো থেকে
মানববন্ধন,বিক্ষোভ মিছিল করবো ইত্যাদি।এসময় উপস্থিত ছিলেন,ঐ সংগঠনে
সভাপতি ও ইউনিয়ান ছাত্রলীগের আহব্বায়ক মো:সুরুজ ইসলাম, মো:সোহেল
রানা,সাধারন সম্পাদক,মো:আব্দুল মাজেদ,সহ সভাপতি,মো:রানা সাংগাঠনিক
সম্পাদক,মো:মনজিরুল ইসলাম।এছাড়া আরো অনন্য সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।