রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর উপজেলা শহড়ের সঙ্গে সড়ক পথে যোগাযোগের রাজীবপুর বটতলা
সড়কটি বন্যার পানিতে ভেঙ্গে গেছে।স্থানীয় সূএে জানা গেছে আজ
শুক্রবার(১৪ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে পানির চাপে ফকিরের দও নামক
স্থানে সড়কটি ভেঙ্গে যায়।
পানির চাপে ১০ ফুট খাঁদ সৃষ্টি হয়ে ভেঙ্গে গেছে সড়কটি।সড়ক ভেঙ্গে
পনিতে প্লাবিত হয়েছে কলেজ পাড়ার এলাকার ফসলী জমি।বন্ধ হয়ে গেছে
যানবাহন চলাচল।প্রধান সড়ক ভেঙ্গে যাওয়ায প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে
উপজেলার শহড়ের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে।
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন,ধারণা করা
হচ্ছে ইঁদুর এর গর্ত ছিল ওই সড়কের নিচে দিয়ে। বর্ষা মৌসুম হওয়ায়
পানি প্রবাহিত হয়ে সড়কটি ভেঙ্গে গেছে।খুব দ্রুত সড়কটি ঠিক করা
হবে।
রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম বলেন,সড়কের ভাঙ্গা অংশে
বালির বস্তা ও মাটি ফেলে আজকেই(শুক্রবারের)মধ্যই ঠিক করা হবে।
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাউজুল কবীর বলেন, উপজেলা
প্রকৌশলী কে বলা হয়েছে তাড়াতাড়ি সড়কটি মেরামত করে চলাচলের
উপযোগি করতে।