অনলাইন ডেস্কঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ এখনো কমেনি। পদ্মায় তীব্র স্রোতের কারণে পাঁচদিন ধরে দক্ষিণবঙ্গে ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।
আজ শনিবার সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় সাড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই পথে নিয়মিতভাবে ১৭টি ফেরি চললেও তীব্র স্রোত, ইঞ্জিনের পাখা ও শেড ভাঙার আশঙ্কায় সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, সকাল থেকে সাড়ে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে স্রোতের বিপরীতে টিকতে পারছে না ফেরিগুলো। তাই ফেরি কম চলাচল করছে। ফলে ঘাটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।