বাংলার প্রতিদিন ডেস্ক,
চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন দলের জ্যেষ্ঠ নেতাসহ অসংখ্য নেতাকর্মী। বিমানবন্দর এলাকায় রাস্তায় ব্যানার নিয়ে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম সাত্তার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
লন্ডন সফরে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডনে অবস্থান করছেন তাঁর ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ছেলে তারেক রহমানের সঙ্গে প্রায় দুই বছর পর দেখা হচ্ছে খালেদা জিয়ার।
গত বছর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নেন। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে গত বছরের ২১ নভেম্বর দেশে ফেরেন। লন্ডনে পারিবারিক পরিমণ্ডলে সময় কাটানোর পাশাপাশি বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানেও অংশ নেন খালেদা জিয়া।