সাভার থেকে ফিরে হেলাল শেখঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকার ডেমনিয়ার নামক
তৈরী পোশাক কারখানার এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।
জানা গেছে, শনিবার সকাল ৮ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই
পোশাক কারখানার নারী শ্রমিক রিমা খাতুন (১৯) এর মৃত্যু হয়। মৃত রিমার বড় বোন রুনি
জানান, তার বোন হেলপার থেকে নতুন অপারেটর হয়েছেন। এর পর থেকে উক্ত কারখানার কতিপয় ব্যক্তি
এবং পি.এম মোঃ আলমগীর হোসেন রিমাকে বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এক পর্যায়ে গত ১১ই জুলাই মঙ্গলবার সন্ধ্যার পরে তাকে আবার কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি
না হওয়ায় কারখানায় কর্মরত অবস্থায় কাজের অজুহাতে রিমাকে বিভিন্ন ভাষায় গালি গালাজ
করে হুমকি দেয়, তোকে দেখে নিবো। এরপর ডিউটি শেষে রাত ১০ টার পর রিমা তার ভাড়া বাসায়
ফিরে পরিবারের লোকজনের অজান্তে বিষ পান করে। স্থানীয় গোরাট এলাকার মোঃ সাইজুদ্দিন এর
বাড়ীতে রিমা তার পিতা-মাতার সঙ্গে বসবাস করতেন। এরপর রাত ১২টার দিকে পরিবারের লোকজন
বুঝতে পারে রিমা বিষপান করে ছটফট করছে। তাৎক্ষনিক তার পরিবারের আতœীয় স্বজন জরুরী
ভাবে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য রাত ১টা ৩০ মিনিট ভর্তি
করেন। চারদিন চিকিৎসার পর শনিবার সকাল ৮টার দিকে রিমার মৃত্যু হয়।জানা গেছে, মৃত রিমা
কুমিল্লা জেলার শাহরাস্তি থানার দাদিয়া পাড়ার মোঃ কবির হোসের মেয়ে। তার পরিবার সুত্রে
জানা যায়, রিমা সুন্দরী হওয়ায় অনেকেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। অবশেষে সুন্দরী
হওয়াটাই রিমার জীবনের কাল হয়ে অকালে মৃত্যু হলো বলে তার পরিবারের লোকজন জানান।
এ ব্যাপারে আশুলিয়া থানার ডিউটি অফিসার এস আই রুহুল আমীন জানান, মামলার প্রস্তুতি
চলছে মামলার হবে।