অনলাইন ডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দুই মামলায় এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এবং সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী থানার মামলায় আজ বুলু ও ফারুক জামিন পান।
এ পর্যন্ত বুলু ১৯টি মামলায় জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা করা হয়। গত ১৮ মে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
অপরদিকে, ফারুক নাশকতার ছয়টি মামলায় কারাগারে রয়েছেন।