বেনাপোল প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশে বেনাপোল বন্দরকে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা রেখে
আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল ও রাজস্ব দ্বিগুন আহরনের বিষয়ে
আজ শনিবার বিকেলে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে জেলা প্রশাসনের
সাথে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী, বন্দর , কাস্টমস, পুলিশ, পৌর সভা
সহ বন্দর শ্রমিকদের সাথে দীর্ঘ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি
ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো; আশরাফ উদ্দিন।
বন্দরের ডাইরেক্টর আ: রউফের সভাপতিত্বে ২৪/৭ কার্যক্রম চালু করতে সকলে একমত
পোষন করে বন্দও ও কাস্টমস এর বিভিণœ সমস্যা ও তা সমাধানের ওপর বক্তব্য রাখেন
শার্শা উপেজরা নির্বাহী অফিসার আ: সালাম,কাস্টমস এর ডেপুটি কমিশনার
শাকিলা পারভিন ও মো: রুবেল,বন্দরের উপ পরিচালক রেজাউল করিম, সিএন্ডএফ
এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, প্রেস ক্লাব
বেনাপোলের সভাপতি মহসিন মিলন,শার্শা উপেজলা ভাইস চেয়ারম্যান মেহেদী
হাসান, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামীম মুসা, ইমিগ্রেশন ওসি
নুরনাহার সোনিয়া, বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবউদ্দিন মন্টু,
বন্দরের সিবিএ নেতা মনির হোসেন, ট্রানসপোর্ট মালিক সমিতির সাধারন
সম্পাদক আজিম উদ্দিন ও কাউন্সিলর আমিরুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, বন্দরকে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা রাখার বিষয়টি
বাস্তবায়নের জন্য সকল স্টেক হোলডারদের সহযোগীতা করতে হবে। বন্দরে যে সব
ছোটখাট সমস্যা রযেছে তা দ্রুত বাস্তবায়ন’র জন্য জেলা প্রশাসনের পক্ষ
থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।