রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ নির্মাণের দ্বিতীয় দফার কাজও চলছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি মেটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক সহায়তায় ও তত্ত্বাবধানে দুইটি ক্রিকেট পিচ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আর মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যে পিচ দুইটি নির্মাণের কাজ শেষ হবে জানা গেছে জেলা ক্রীড়া সংস্থার সূত্রে। দ্রুত এগিয়ে যাচ্ছে পিচ তৈরীর কাজ।মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম অনেক পুরাতন স্টেডিয়াম হলেও এখানে ক্রিকেটের জন্য কোনও পিচ ছিল না। দীর্ঘদিন পর হলেও আন্তর্জাতিক মানের পিচ হচ্ছে এতেই সকলে খুশি। ইটের কংক্রিট বিছানোর পরে শনিবার মাটি দিয়েবাকী কাজ করা হচ্ছে। ২/১ দিনের মধ্যে মাটি দেওয়ার কাজটিও শেষ হয়ে যাবে। পরবর্তীতে আনুষ্ঠানিক উদ্বোধনের পালা।কিন্তু এখন এই দুইটি আন্তর্জাতিকমানের পিচ তৈরি হলে জাতীয় পর্যায়ের যেকোনও টুর্নামেন্ট আয়োজনসহ ক্রিকেটাররা টার্ফ পিচে খেলা অনুশীলন করতে পারবে। পিচ নির্মাণের খবরে জেলার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়রা বেশ খুশি। পিচের জায়গা দেখার জন্য সকাল বিকাল বিভিন্ন পেশার খেলোয়াড়রা দেখতে যান!