আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী উন্নত বাংলাদেশ” এই
স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা পরিবারের
কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ একযোগে নিজ নিজ প্রতিষ্ঠনে
বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছে।
শহরের স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোববার দুপুর ১২ টা হতে ১টা
পর্যন্ত এ কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার আহসান হাবিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা
নুসহাত জেরিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজাহারুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকর মোঃ রেজাউল করিম, বিদ্যালয়ের
সভাপতি মজিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং উপজেলা সহকারী
শিক্ষা অফিসারবৃন্দ। এসময় ৩০টি আম গাছের চারা রোপন করা হয়।
কর্মসূচীতে উপজেলার ২০৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫৬জন শিক্ষক
প্রত্যেক নিজ নিজ খরচে একটি ১টি করে চারা রোপন করেন বলে জনান,
প্রাথমিক শিক্ষা অফিসার ।