মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ বিএনপি-জামায়তের রাজনৈতিক পদ্ধতি ষড়যন্ত্রমূলক রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিদেশে কি কারণে গেছেন তা এখনো স্পষ্ট নয়। তাই দেশের সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবার কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি। বুধবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি মাঠে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ দীপু মনি আরো বলেন, যখন আমরা বিরোধী দলে ছিলাম, তখন আমরা এ পরিমান স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমাদের কার্যালয়ের ভিতরে বোমা ও টিআরসেল মারা হয়েছে। আমাদেরকে কোনো রকম মিছিল মিটিং করতে দেয়া হয়নি। আমরা জনগণকে সাথে নিয়ে সমস্থ প্রতিকূলতাকে মোকাবেলা করে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। অথচ বিএনপি জামায়াত বিভিন্ন কর্মসূচি করছে কিন্তু জনসম্পৃক্ততা কোথায়? তারা বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দেয় । কিন্তু তাদের কোনো জনসম্পৃক্ততা নেই। তারা নাশকতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা আজ নতুন করে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে । এ সময় চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।