গোলাম-সারোয়ার নওগাঁ,প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোরশেদ আলম বাবু (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সাপাহার চৌধুরী পাড়ার মৃত: আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান,শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদরের মাংশ পট্টি এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। রাতেই তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পরদিন রোববার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, এর আগেও মোরশেদ আলম বাবু বেশ কয়েকবার মাদকদ্রব্য সহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।#