গুর”দাসপুর প্রতিনিধি.
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে গুর”দাসপুর দলিল লেখক সমিতির প্রয়াত সদস্য লুৎফর রহমান দুলালের মরনোত্তর বীমা দাবীর ৫ লাখ ৯৬ হাজার ১২৫ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার বেলা ১১টায় গুর”দাসপুর দলিল লেখক সমিতি কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র শাহনেওয়াজ আলী প্রয়াত লুৎফর রহমান দুলালের স্ত্রী রেহেনা বেগমের হাতে ওই মরনোত্তর চেকটি হস্তান্তর করেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন ওই ইন্স্যুরেন্সের গুর”দাসপুর ব্র্যাঞ্চের বিসি এন্ড ইনচার্জ শেখ শাহাব উদ্দিন শিহাব।
অনুষ্টানের প্রধান আলোচক ইন্স্যুরেন্সের নাটোর জোনের ইভিপি আলহাজ্ব শহিদুল ইসলাম ছাড়াও বড়াইগ্রাম জোনের জেভিপি এন্ড ইনচার্জ আইয়ুব জাহাঙ্গীর চৌধুরী, সাব-রেজিষ্টার আব্দুল্লা আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মানবাধিকার কর্মি এসএম নজর”ল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্টানটি পরিসঞ্চালনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ভুলু। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।