বাংলার প্রতিদিন ডেস্ক ,
২০৩০ সালের আগেই দেশের শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোনারগাঁও হোটেলে দু’দিনব্যাপী ঢাকা পানি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। এসময় ঢাকার খাল রক্ষা ও জলাধার সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার জলাবদ্ধতা দুর করতে নতুন খাল খনন করা হচ্ছে। পুরাতন খালের সংস্কার ও জলাধার সংরক্ষণের উদ্যোগ হয়েছে। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার জন্য সরকার একশ’ বছর মেয়াদি। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নামে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, এই দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আগামি একশ’ বছরের পানির প্রাপ্যতা, ব্যাবহার এবং প্রতিবেশগত বিষয় বিবেচনায় রাখা হয়েছে। ২০২১ সালের মধ্যে সব বিভাগীয় শহরে নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার।