শুভ ঘোষ,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে
ভিজিএফের চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে, মানববন্ধন
করার প্রতিবাদে মানববন্ধন করেছে মিরকাদিম পৌর
এলাকাবাসী। আজ দুপুরে মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার
এলাকায় রামগোপালপুর ও নূরপুর গ্রামে শত শত নারী পুরুষের
অংশ গ্রহনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় পৌরসভার বিভিন্ন গ্রামের সকল শ্রেনী পেশার বিপুল
সংখ্যক স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এ
সময় ভিজিএফের চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে,
মানববন্ধন করার তৃব্র প্রতিবাদ ও নিন্দা করে কঠোর শাস্তির
দাবী জানিয়ে মানববন্ধন কারীরা জানান, পবিত্র রমজান মাস ঈদ-
উল-ফিতর উপলক্ষ্যে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল সঠিক সময়ে
প্রকাশ্যে সকলের সামনে জনসম্মুখে বিতরণ করা হয়েছে এবং
আমরা ও নিদিষ্ট সময় চাল পেয়েছি। কিছু কুচক্র মহলের অসাধু
বেক্তিরা মিরকাদিম পৌরসভার সুনাম নষ্ট করার লক্ষ্যে মিথ্যা
অপপ্রচার চালিয়ে মিথ্যা গুজব ছরাচ্ছে। এ সময় মানববন্ধনে অংশ
গ্রহনকারি ৩০ বছরের আমেনা বেগম বলেন, মিরকাদিম
পৌরসভার ভিজিএফ চাল প্রতিবার নিদিষ্ট সময়ের আমরা পেয়ে
থাকি এবার ও পৌর মেয়র শহিদুল ইসলাম উপস্থিত থেকে সঠিক
সময় জনসম্মুক্ষে চাল বিতরন করেছেন। স্থানীয় গ্রামের
বাসিন্দা জনি শেখ বলেন ঈদুল ফিতরের আগেও আমার গ্রামের
সবাই চাল পেয়েছি। গোপালনগরের জমেলা আক্তার মানববন্ধনে
অংশ গ্রহন করে তিনি বলেন, আমরাও চাল পেয়েছি নিদিষ্ট
সময়ের মধ্যে।
উল্লেখ্য গত পবিত্র রমজান মাসে ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে হতদরিদ্রদের
জন্য বরাদ্দকৃত ৪৬.২১০ মেট্রিক টন চাল উত্তোলন করে মিরকাদিম
পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন যা নিদিষ্ট সময়ে মধ্যে
হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছিল। গত ১৯ শে জুন জেলা
প্রশাসকের কার্যালয়ের এাণ শাখা থেকে মিরকাদিম
পৌরসভাকে ভিজিএফের ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ
প্রদান করার জন্য জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠি প্রদান করা
হয় এবং চিঠির বিভিন্ন শর্তাবলী অনুসরণ করে ভিজিএফ
কার্ডের উল্লেখিত পরিমাণ চাল বিতরণের জন্য নির্দেশনা
প্রদান করা হয়। একই চিঠি মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভাকে
দেওয়া হয় মিরকাদিম পৌরসভা এ নির্দেশনা যথাযথ পালন করে
জনসম্মুখে ভিজিএফ কার্ডের চাল বিরতণ করে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণের এক কর্মকর্তা জানিয়েছেন, বরাদ্দকৃত
চাল রমজান মাসেই (গত ১৯ শে জুন) মিরকাদিম পৌরসভার চাল
বরাদ্দ দেয়া হয়েছে।
মিরকাদিম পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের
জানিয়েছেন, রমজান মাসে বরাদ্দকৃত ভিজিএফের চাল বেশির
ভাগ অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। ৪ নং ওয়ার্ড
কাউন্সিলর অবদুল মজিদ জানান জেলা প্রশাসকের নির্দেশনা
অনুসারে নিদিষ্ট সময়ে অধিক অংশ চাল বিতরণ করা হয়েছে তার
সামান্ন কিছু অংশ বাকি ছিল যা গত বৃহস্পতিবার (২৭ শে
জুলাই) ভিজিএফ কার্ডধারীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে
মিরকাদিম পৌরসভা কার্যালয়ে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন
সাংবাদিকদের জানান ঈদের আগে ভিজিএফ বরাদ্দকৃত চাল ৯০
শতাংশ দেয়া হয়েছে। ঈদের ছুটি এবং ঈদের অতিবৃষ্টি
দুর্যোগময় আবহাওয়ার কারনে সব দেয়া সম্ভব হয়নি।গত
বৃহস্পতিবার সকালে বরাদ্দকৃত চালের বাকি অংশ সকলের মাঝে
বিতরণ করা হয়। এ সময় মেয়র আরো বলেন, গত পৌর
নির্বাচনে আমার প্রতিপক্ষ মনসুর আহমেদ কালাম দরগাহবাড়ি
সানাই কমিউনিটি সেন্টারের পাশে আমাকে সমাজের
মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা গুজব ছরিয়ে
অন্য এলাকার লোকজন এনে মানববন্ধন করেছেন যারা আসলে
ভিজিএফ কার্ডের আওতাভুক্ত ও নয়। এটা উদ্দেশ্য প্রণীত।
মিরকাদিম পৌরসভা যেখানে বছরে ১৪ থেকে ১৫ হাজার মানুষের
মধ্যে বস্ত্র বিতরণ করে এখানে এ ধরনের মিথ্যা অপবাদ এর জবাব
জনতা দেবেন এরকম মিথ্যা অপপ্রচার মানুষ কখনো গস্খহণ করবে
না কারন মিরকাদিম পৌরসভা একটি আদর্শ পৌরসভা।