গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতিনিধি ঃ সারাদেশ ব্যাপী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গীবাদের হামলার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের উদ্যোগে কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাহফিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ড. আব্দুর ওয়াহাব, আব্দুস সামাদ আজাদ, মাহবুবুর রহমান, নাজমুল হাসান, আব্দুল হাদি, জিয়াউল হক, মোজাম্মেল হক, আহমেদুর রহমান, ইয়াকুব আলী, তানজিলা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষকও শিক্ষার্থী অংশ নেয়।
বক্তারা বলেন, জঙ্গীরা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে মোগজ ধোলাই করে তাদের মূল উদ্যেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। সন্ত্রাসী কর্মকান্ড দেশের অগ্রযাত্রাকে ব্যহত করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।