ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সোমবার ফুলবাড়ীয়া উপজেলা
ক্রিড়া সংস্থার আয়োজনে সদরের বড় পুকুরে তিনটি ইভেন্টে ১২ জন করে
সাঁতার প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। তিনটি ইভেন্টে
বাটারফ্লাইয়ে শরিফুল ইসলাম, ফ্রিস্টাইলে মাসুদ রানা ও ব্যাগস্টোন বিল্লাল
হোসেন প্রথম হয়েছে। পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় ইউএনও লীরা
তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ
আজিজুর রহমান, অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, মোঃ
কামরুজ্জামান জামান, মোঃ শামছুল হক চেয়ারম্যান,আঃ হাই মাস্টার,হারুন
অর রশিদ প্রমূখ।