বাংলার প্রতিদিন ডেস্ক ঃ
‘উনি (অর্থমন্ত্রী) তো নিজেই সবকিছু রাবিশ বলে দেন। ওই কথা আমরা উচ্চারণ করব না। কিন্তু তাঁর কথায় আমরা গুরুত্ব দেব না।’
ষোড়শ সংশোধনী বাতিলের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই অনুষ্ঠানের আয়োজন করে।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সরকার জনমত সৃষ্টি করবে এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা (সরকার) বলছেন যে জনমত তৈরি করবেন। কার বিরুদ্ধে জনমত তৈরি করবেন? ১৬ কোটি মানুষের চিন্তাভাবনা যে রায়ের মধ্য দিয়ে এসেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করবেন? জনগণ আপনাদের সঙ্গে থাকবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘যে নির্বাচনের মাধ্যমে তাঁরা দাবি করেন যে সরকার গঠন করেছে, সে নির্বাচন তো হয়নি ২০১৪ সালে। এমনকি এ সরকারের প্রধানমন্ত্রীও ভোট দিতে যাননি। ওনারা বলছেন সহায়ক সরকার সংবিধানে নাই। আপনারা যখন কেয়ারটেকার সরকারের দাবি তুলেছিলেন তখন কি সংবিধানে ছিল? প্রয়োজনের ওপর ভিত্তি করে সবাই একমত হয়ে পরিবর্তনগুলো আনতে হবে। সংবিধান কোনো বাইবেল নয়।’
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার সচেতনভাবেই বিচার বিভাগসহ রাষ্ট্রের সব কাঠামো ভেঙে ফেলে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমি আতঙ্কিতবোধ করছি। কারণ তাঁরা বলেছেন যে তাঁরা জনমত সৃষ্টি করবেন। তাঁরা জনমত সৃষ্টি করবেন রায়ের বিরুদ্ধে। এর মানেটা কী? এর মানে হলো বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে তাঁরা জনমত সৃষ্টি করতে চান। তাঁরা তো তাহলে নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে তাঁরা দেশের স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করেন না।