চাঁদপুর জেলা প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশকে বাঁচাতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাস ভবনে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কেউ রাখে না। কারণ রাজপথে গড়ে ওঠা অনেক ত্যাগি নেতাকর্মী এই দলে রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, যুদ্ধাপরাধীদের দোসর আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারী কোনও দলকে নির্বাচনে দাওয়াত দেওয়ার কোনও যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না অথবা তাদের নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের না। আমরা বক্তব্যের মঞ্চে নেই, আমরা এখন নির্বাচনী মঞ্চে আছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটবে, দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট হবে এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, শুধু উন্নয়ন কর্মকান্ডই প্রধান নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক প্রচারণা।
বিএনপিকে উদ্দেশ্য করে মায়া চৌধুরী বলেন, বিএনপি’র ভেতরে যে সবাই খারাপ তা নয়, বিএনপিতে দুইটি শ্রেণি আছে। একটি শ্রেণি আছে যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলতে চায় কিন্তু ভয়ে বলে না। আরেক শ্রেণি আছে, যারা পুনরায় ২১ আগস্ট ঘটাতে চায়, ২০১৪ সালের মতো আগুনে পুড়িয়ে এদেশের সাধারণ মানুষকে মারতে চায়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা মহিলা লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।