রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জে ০৭(সাত) মামলার পলাতক আসামী ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ
রামগঞ্জ থানার এসআই একেএম ছায়েদের রহমান পিপিএম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে, আসামী মোঃ ফরিদ পিতা-নুরুজ্জামান সাং-আলীপুর থানা-রামগঞ্জ জেলা-লক্ষ্মীপুর উ্ক্ত আসামী আলীপুর গ্রামে অবস্থান করিতেছে। তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্সের সহায়তা তাহাকে হাতে নাতে ধৃত করে। উক্ত আসামীর বিরুদ্ধে ১। জিআর ২১০/১৩ ২। জিআর ২৩/১৪ ৩। জিআর ৯৬/১৪ ৪। জিআর ২১৪/১৩ ৫। জিআর ১১৭/১৩(ক) ৬। জিআর ১১৭/১৩(খ) ৭। জিআর ১৮/১৪ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী। উক্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানান ভারপাপ্ত কর্মকর্তা মোঃতোতা মিয়া । তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।