অনলাইন ডেস্ক ঃ
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আলমগীর নামের এক পথচারী গত ২৪ আগস্ট নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব থেকে ওই বৃদ্ধকে নিয়ে ঢামেকে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। তিনি জানান, ঢামেকের চিকিৎসক ওই ব্যক্তির মৃত্যুর সনদপত্রে অজ্ঞাত বিষক্রিয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন।
এসআই জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একটি কলেজের শিক্ষক আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার সায়েন্স ল্যাব থেকে মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাসে ওই বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেকে নেওয়ার সময় তিনি জানান, তাঁর নাম ফজলুল কবির। খিলগাঁও সিপাহীবাগ এলাকায় থাকেন। এর বেশি তিনি কিছু বলতে পারেননি।