জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও) : ঠাকুরগাও-পঞ্চগড় ৩০১ আসনের এমপি
সেলিনা জাহান লিটাকে নিয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে পীর মাতা হিসাবে
এমপি লিটার পা কেউ পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এমন সচিত্র প্রতিবেদনে ভন্ডামি
করতে নেমেছেন এমপি লিটা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ
সংবাদটি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
এ ধরনের সংবাদ দেখে তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পঞ্চগড় ও জন্মভুমি
রানীশংকৈল উপজেলার মানুষের মনে বেশ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে ব্যাপক
আলোচনা সমালোচনার গুঞ্জন চলছে। এ সংবাদটির আসল রহস্য জানতে বুধবার
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার
হোসেনগাঁও ইউপি’র রাউতনগর গ্রাম যেখানে প্রায় ১৫০টি আদিবাসী
পরিবার বাস করে তার মধ্যে ৮০ ভাগ খ্রিষ্ঠান ধর্মের মানুষের বসবাস। সেখানে
অবস্থিত চিলড্রেন বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় অথ্যাৎ যেখানে এমপি লিটাকে
পা ধুয়ে বরন করা হয়েছিলো সে স্থানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা
যায়, স্থানীয়দের মধ্যে শান্তি বেচারা ও সরিলাল সরেন বলেন,গত বছরের ২৫ ডিসেম্বর
আমাদের খ্রিষ্ঠান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে আমরা মহিলা
এমপি সেলিনা জাহান লিটাকে প্রধান মেহমান হিসাবে আমন্ত্রন করি। অনান্য
আমন্ত্রিত মেহমানদের মধ্যে এমপি সেলিনা জাহান লিটাও ছিলেন ধর্মীয় প্রথা
অনুযায়ী তেল ও পানি মিশিয়ে পা ধুয়ে আমরা মেহমানদের বরন করে নিয়ে থাকি।
আমরা এলাকার সমস্ত মহিলারা এমপি লিটাকে বহু অনুরোধ করে বলি আমাদের
রেওয়াজ প্রথা অনুযায়ী আমরা আপনাকে বরন করবো এতে তিনি অস্বীকৃত
জানালেও পাড়ার সব মহিলাদের অনুরোধে সে-সময় ছিলো শীতকালের ঠান্ডা এর
মধ্যে তিনি আমাদের অনুরোধ রেখেছেন আমরা তার পা ধুয়ে বরন করে নেই। কিন্তু
কিছুদিন ধরে শুনছি বরন করে নেওয়ার সময়কার ছবি দিয়ে এমপি লিটাকে নাকি
আমরা পীর হিসেবে ভক্তি করছি এমন মিথ্যা সংবাদ পরিবেশন হয়েছে। এই
সংবাদটি আমাদের মনে ও ধর্মীয় কালচারের উপর আঘাত এনেছে যারা এই মিথ্যা
সংবাদটি প্রচার করছে আমরা আমরা তার বিচারের দাবী করছি। এ ছাড়াও বড়দিন
পালন অনুষ্ঠানের সভাপতি মানিক সরেন ও স্থানীয় সামিউল হেমরম,বলোরাম কিসকু
বলেন,আমাদের ধর্মীয় প্রথা রক্ষা করার জন্যই সেদিন সেলিনা জাহান লিটা এমপি
আমাদের গ্রামের সব মহিলাদের অনুরোধে স্থানীয় মেয়েদের তার পা ধুয়ে প্রথা
অনুযায়ী বরন করে নেওয়ার সম্মতি দিয়েছিলেন। আমরা তাকে পীরমাতা হিসেবে
নয় সেদিন মেহমান হিসেবে পা ধুয়ে বরন করেছিলাম। আমাদের আদিকালের এই
নিয়ম প্রথা রক্ষা করতে গিয়ে এমপি লিটাকে নিয়ে যে মিথ্যা সংবাদ করা
হয়েছে,সংবাদটি আমাদের ধর্মকে অবমাননা করা হয়েছে। এ সংবাদের সাথে
যারা জড়িত আমরা সবার শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে এমপি সেলিনা জাহান লিটা জানান,আমি আগামী জাতীয় সংসদ
নির্বাচন করব বলে একটি কুচক্রি মহল আমার বদনাম করার জন্য কয়েকটি অখ্যাত
অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেছে আমি নাকি পীরমাতা যা মিথ্যা ও
বানোয়াট সেই অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি নিজের স্বার্থের জন্য
সংবাদটি প্রচার করেছেন।