অনলাইন ডেস্কঃ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে সহিংসতা চলছে তা সমাধানের জন্য জাতিসংঘের আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, জাতিসংঘের ৭২তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী।
১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিতে গুরুত্ব দেবেন।