ঝালকাঠি সংবাদদাতাঃ-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সমাবেশ করে জেলা শ্রমিকদল। শ্রমিকদলনেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক দল। এ সময় পুলিশ চারদিক থেকে বেরিকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। শ্রমিকদল নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করলে শ্রমিকদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নেয়। পরে দলীয় কার্যালয়ের মধ্যেই সমাবেশ করে শ্রমিকদল। জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর থানা যুবদল সভাপতি কামাল হোসেন মল্লিক, সে”ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বা”চু হাসান খান, কৃষকদলনেতা হাবিব মুন্সি ও নলছিটি উপজেলা শ্রমিকদল সভাপতি মিজানুর রহমান। সমাবেশে বক্তারা তাকের রহমানের নামে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান বক্তারা