প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জয়রথ ছুটছেই। ফরাসি লিগ ওয়ানে লিঁওকে ২-০ গোলে হারিয়েছেন নেইমার-কাভানিরা। এ নিয়ে লিগে টানা ছয় ম্যাচে জয় তুলে নিলো দলটি।অবশ্য পিএসজির এ জয়ে দক্ষতার চেয়ে ভাগ্যের সহায়তা আছে বেশি। এ ম্যাচে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানির কেউই গোল করতে পারেননি। দুটি গোলই হয়েছে আত্মঘাতী।
রোববার রাতে পিএসজির মাঠে আতিথেয়তা নেয় লিঁও। তবে প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি নেইমার-এমবাপ্পে-কাভানিদের। পায়ের কারিকুরি দেখাতে গিয়ে বারবার বলের দখল হারিয়েছেন তারা। প্রথমার্ধে সাফল্য পায়নি অতিথিরাও। এতে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দু’দল।বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পিএসজি-লিঁও।
৫৭ মিনিটে এর ফল প্রায় পেয়েই যাচ্ছিল প্যারিসের দলটি। তবে ২১ মিটার দূর থেকে নেইমারের নেয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় প্রতিহত করেন প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।ভাগ্য সহায় থাকলে ৬৭ মিনিটে এগিয়ে যেতে পারতো অতিথিরা। তবে ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে নদমবেলের নেয়া দূরপাল্লার জোরালো শট।অবশেষে ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। এসময় আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রসে আলতো পা লাগান কাভানি।
তা ডিফেন্ডার মার্সেলোর গায়ে লেগে ঢুকে যায় প্রতিপক্ষের জালে।এর ২ মিনিট পরই ব্যবধান বাড়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে এবারো ব্যর্থ হয় তারা। ডি-বক্সে এমবাপ্পে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। কিন্তু কাভানির স্পটকিক ঠেকিয়ে দেন লোপেজ।৮৫ মিনিটে ফের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় লিওঁর। নেইমারের বাড়ানো বল ঠেলে দেন এমবাপ্পে। তা ফিরিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জেরেমি মোরেলের গায়ে লেগে ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমারির দল।এ ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে পিএসজি। আর ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো।