স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়ানোর কথা ছিল ২ নভেম্বর। বেশ কিছুদিন আগে বিসিবি এ ঘোষণা দিয়েও ছিল। এবার একদিন পিছিয়ে ৩ নভেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসন্ন এই আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্থানীয় দল সিলেট সিক্সার্স ও গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। প্রথম দিন আরেক ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
আসরে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর খেলা শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। অবশ্য শুক্রবারের ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
এবারের আসরের খেলা হবে তিনটি ভেন্যুতে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথমে সিলেট পর্ব, ৩ থেকে ৭ নভেম্বর। এর পর ১০ থেকে ২১ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, পরে ২৪ থেকে ২৯ নভেম্বর হবে চট্টগ্রামে। আবার ঢাকায় ফিরে ৮ ও ১০ ডিসেম্বর হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পর্ব। আর ১২ ডিসেম্বর মিরপুরে ফাইনাল।