অনলাইন ডেস্কঃ
সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের যেকোনো উপায়ে চাল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের এ নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকের শুরুতে চাল ব্যবসায়ীরা চাল আমদানিতে চটের বস্তা ব্যবহারে সরকারি বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরেন। ব্যবসায়ীরা বলেন, চটের বস্তায় চাল আমদানি করলে প্রতি কেজিতে এক টাকা খরচ বাড়ে। আর প্লাস্টিকের বস্তায় খরচ হয় মাত্র ১৫ পয়সা। ব্যবসায়ীদের এ অভিযোগ শুনে বাণিজ্যমন্ত্রী আজ থেকে চটের বস্তায় চাল আমদানির সরকারি বাধ্যবাধকতার সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেন। পাশাপাশি সংকট না কাটা পর্যন্ত যেকোনো উপায়ে ব্যবসায়ীদের চাল আমদানির নির্দেশনা দেন।
বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।