জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও) ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পীরগঞ্জ
প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধায়
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের
আয়োজনে নবাগত ইউএনও এ ডাবলু এন রায়হান শাহ
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এ উপলক্ষে ইউএনও এ
ডাবলু এন রায়হান শাহের সভাপতিত্বে বক্তব্য দেন পীরগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক জয়নাল
আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন,ফজলুল
ফকির, বুলবুল আহাম্মেদ,হাফিজুল ইসলাম,আসাদুজ্জামান
আসাদ,এনকে রানা,দিপেন রায়,জাকির হোসেন ,দেলোয়ার
হোসেন দুলাল,মনসুর আহাম্মেদ প্রমুখ। মতবিনিময়সভায়
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডাবলু এন রায়হান
শাহ বলেন, সাংবাদিকসহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে
দিলে পীরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসাবে উপহার দিতে
পারব বলে আশা করি।