জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখানো দুই কর্মচারী হলেন ডাটা এন্ট্রি অপারেটর মো. জামাল উদ্দীন ও অফিস সহকারী মো. মেহেদী হাসান।
সহকারী পরিচালক আরো জানান, গত ২০ আগস্ট জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে মো. জামাল উদ্দীন ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠে। তা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় দুজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় এনআইডি উইং।
দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক সিরাজুম মনিরা চৌধুরী লিখিতভাবে জানান, তাঁর অনুপস্থিতিতে ব্যাগ থেকে ডাটা এন্ট্রি অপারেটর জামাল উদ্দীন মোবাইল ব্যবহার করে OTP নিয়ে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে লগইন করে এবং ১৪টি কার্ড প্রিন্ট দেয়। অফিস সহকারী মেহেদী হাসানের মাধ্যমে কার্ডগুলো ইসির ইটিআই ভবন থেকে নিয়ে আসে। এই কাজের জন্য মেহেদী হাসানকে ১১ হাজার টাকাও দেন জামাল উদ্দিন।
বিষয়টি জানিয়ে মো. সরোয়ার হোসেন বলেন, এ ঘটনার প্রমাণ পাওয়ার পরই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের এবং অফিস সহকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া এই ডাটা এন্ট্রি অপারেটর ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের কার্যালয়ে এবং অফিস সহকারী ইসি সচিবালয়ে কর্মরত।
সুত্র, ntv