মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর প্রতিনিধি.
সোমবার নাটোরের লালপুর উপজেলার হিন্দু সম্প্রদায় শিব শিলায় গঙ্গাজল অর্পণ উপলক্ষে নগ্ন পদযাত্রা বের করে । তারা নগ্ন পদে বোম্ বোম্ ধ্বনীতে প্রায় ২ কি: মি: পদযাত্রা শেষে উপজেলার গোপালপুর পৌর মহাশ্মশানের শিব মন্দীরে গিয়ে শিব শিলায় গঙ্গা জল অর্পণ করেন। এ অনুষ্ঠানে পৌরহিত্য করেন নাটোরের পৌরহিত শ্রী উজ্জ্বল সান্যাল। নর্থ বেঙ্গল সুগার মিলস্ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও ভক্ত মন্ডলী কর্তৃক আয়োজিত ‘শিব শিলায় গঙ্গাঁজল অর্পণ’ উপলক্ষে ১৫তম মহাপূণ্য নগ্ন পদযাত্রায় লালপুর হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। সকাল ১১ টায় গোপালপুর ঠাকুরবাড়ী প্রাঙ্গনে লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এই পদযাত্রার শুভ উদ্বোধন করেন।এ ছাড়া পৌর মহাশ্মশান শিব মন্দীর প্রাঙ্গণে অনুষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি রমেন্দ্র নাথ শীল এর সভাপতিত্বে শিব শিলায় গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপ¯ি’ত ছিলেন নাটোর পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম কৃষি নিতাই চন্দ্র রায়, শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান, লালপুর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমলেন্দু কর, লালপুর পূঁজা উদযাপন কমিটির
সভাপতি স্বপন ভদ্র, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, ব্রজেন রায়, সমীর পাল, অধ্যাপক শ্যামল কিশোর পাল, পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সাউ প্রমূখ। মহাশ্মশানে অনুষ্ঠান চলাকালীন ঢাকায় চিকিৎসাধীন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত নর্থ বেঙ্গল সুগার মিলস্ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি স্বপন কুমার পাল এর জন্য ১ মিনিট নিরব-প্রার্থনা অনুষ্ঠিত হয়।