স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে খুব ভালো করেছে সেটা বলা যাবে না। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
তবে হতাশার কথা প্রথম ইনিংসের শুরুতে পেশিতে চোট পান তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে কাঁধে ব্যথা পান আরেক ওপেনার সৌম্য সরকার।
প্রথম ইনিংসে মুমিনুল হক (৬৮), মুশফিকুর রহিম (৬৩) ও সাব্বির রহমান (৫৮) দারুণ তিনটি ইনিসে খেলেছিলেন। সৌম্য ও ইমরুলও খুব একটা খারাপ করেননি।
তবে দ্বিতীয় ইনিংসে সাব্বির ও ইমরুল কায়েস ছাড়া সবাই হতাশ করেন। সাব্বির সর্বোচ্চ ৬৭ রানের একটি ইনিংস খেলেন। ইমরুল ৫১ রান করে সাজঘরে ফিরে যান। আর মুমিনুল ৩৩ রান করেন। তাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে নয় উইকেট হারিয়ে ২৩৫ রান।
তবে বল হাতে কেউই খুব একটা ভালো কিছু করতে পারেননি। পেসার শফিউল ইসলাম দুই উইকেট পেলেও মুস্তাফিজ, শুভাশীষ, মিরাজ ও তাইজুল পান একটি করে উইকেট।
প্রস্তুতিটা শেষ হয়েছে, প্রথম টেস্ট খেলতে আগামীকাল রোববারই পচেফ্স্ট্রুমের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট।