অনলাইন ডেস্কঃ
বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাঁরা এখানে ত্রাণ দিতে আসে না। তাঁরা এখানে ইস্যু খুঁজতে এসেছে।’
আজ রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও স্যানিটেশন কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘তাঁদের (বিএনপি) সুপ্রিম কোর্টের ইস্যু মার খেয়েছে। এখন তাঁরা রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগাতে চাইছে। সেটাও আকাশে উড়ানো ফানুসের মতো এরই মধ্যে উড়ে চলে গেছে। সেটাও তারা কাজে লাগাতে পারেনি। এখন প্রেসব্রিফিং আর সরকারের বিরুদ্ধে পুরোনো মিথ্যা রেকর্ড বাজানো ছাড়া বিএনপির আর কোনো রাজনীতি এ মুহূর্তে নেই।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেই সরকার আলোচনা করছে না।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।