অনলাইন ডেস্কঃ নিয়ম অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৫৭টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এতে ফেঁসেছেন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের গাড়িচালকরা।রোববার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে চালানো এ অভিযানে এসব মামলা করা হয়।
এ অভিযানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খানের গাড়িও আটকায় ট্রাফিক পুলিশ। প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন।
তবে ট্রাফিক পুলিশের সঙ্গে তারা কোনা কথা বলেননি।অভিযুক্ত গাড়িগুলোর বেশির ভাগই ছিল সচিব ও যুগ্ম-সচিবের। অভিযানের একপর্যায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি অভিযান পরিচালনাকারী ট্রাফিক কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন।অভিযান পরিচালনাকারী ট্রাফিক কর্মকর্তারা জানান, কোনোরকম ঘোষণা না দিয়েই আমরা এ অভিযান পরিচালনা করি। উল্টো পথে চলাচলকারীদের বিরুদ্ধে জরিমানা আদায়সহ ৫৭টি মামলা দেয়া হয়েছে।
একজন ট্রাফিক কর্মকর্তা জানান, উল্টো পথে আসা ব্যক্তিদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খানের গাড়িও ছিল। তার গাড়িচালকের বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে।অভিযান চলাকালে আমাদের সঙ্গে দুদক চেয়ারম্যানও যোগ দেন এবং কিছু সময় থেকে তিনি চলে যান বলেও তিনি উল্লেখ করেন।
দক্ষিণ ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রমনা জোন) মো. আলাউদ্দিন বলেন, অভিযানে ৫৭টি মামলা হয়েছে, জরিমানা করা হয়েছে সাতজনকে। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চালানো হয়। এসময় ট্রাফিক দক্ষিণ বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র, আরটিভি