প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জের হক সাহেব বাজার ঠসার মোড় নামক স্থান থেকে গতকাল
সোমবার প্রায় ২০হাজার টাকা মূল্যের ১৯টি আকাশমনি কাঠ জব্দ করেছে বন
বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা।
বন বিভাগের আফতাবগঞ্জ বিটের বন প্রহরী সামসুল হক চৌধুরী রিকশা
ভ্যানে উল্লেখিত সংখ্যক আকাশমনি কাঠ রিকশা ভ্যান যোগে পাচারের সময়
আটক করেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা শরিফুল ইসলাম কাঠগুলো বন
বিভাগের বলে সনাক্ত করে জব্দ করেন। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা
যায়নি।
আফতাবগঞ্জ বিট কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এলাকার এক শ্রেণি
লোক রাতের আধাঁরে বন বিভাগের সৃজনকৃত মূল্যবান গাছ কেটে বিভিন্ন
এলাকায় পাচার করছে। একই কায়দায় জব্দকৃত কাঠগুলো পাচার করা হচ্ছিল। তবে
বন বিভাগের লোকজনদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায়
কাউকে আটক করা যায়নি।