অনলাইন ডেস্কঃ
বেসরকারি প্রতিষ্ঠানে কেরানি হিসেবে কাজ করেন সৈয়দ আশরাফুল হুদা। তবে ছয়বার বিদেশ ভ্রমণ করে ফেলেছেন তিনি। বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৫ মিনিটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আশরাফুল হুদাকে বহনকারী এফজেড৫৮৩ ফ্লাইটটি।
আশরাফুল যখন বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন, তখন তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দাদের একটি দল। গোয়েন্দাদের কাছে খবর ছিল যে আশরাফুলের কাছে অবৈধ স্বর্ণের বার আছে। কিন্তু তা অস্বীকার করেন তিনি।
বারবার অস্বীকারের পরও তাঁকে তল্লাশি করেন শুল্ক গোয়েন্দারা। একপর্যায়ে আশরাফুলের সঙ্গে থাকা একটি চার্জার লাইট ভেঙে দেখা যায়, সেখানেই পাঁচটি সোনার বার লুকিয়ে আনছিলেন তিনি। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করেছেন বলেও স্বীকার করেন আশরাফুল হুদা।
জব্দ হওয়া স্বর্ণের ওজন ৫৮০ গ্রাম বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সোনার আনুমানিক দাম ৩০ লাখ টাকা বলেও জানানো হয়েছে।
সুত্র, ntv