রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের এর
উদ্যেগে রাজীবপুর উপজেলার ৩০০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির
আওতায় বীজ ও রাসায়নিক সার সহায়তা দেওয়া হয়েছে। রাজীবপুর উপজেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ওই
সহায়তা প্রদান করে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন কৃষককে ৫
কেজি মাসকলাই বীজ ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার
বিনামূল্যে দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল
আলম, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাউজুল
কবীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান
শফিকুল ইসলাম,বিলকিস বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা
ছামসুজ্জামান,রাজীবপুর থানার অফিসার ইনচার্জ পৃথীস কুমার প্রমুখ।
প্রণোদনা পাওয়া কাচানী পাড়া গ্রামের কৃষক আব্দুস ছাত্তার বলেন,বানে
ফসল নষ্ট হইয়া গেছে সরকার থিকা বীজ সার পাইছি এগুলান জমিতে
লাগামু।