প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়
করেছেন তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) -এর
মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ ইশতাক হোসেন।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে
৫টায় ইউএনও’র অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) -এর মহাপরিচালক
(ডিজি) মোহাম্মদ ইশতাক হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও
প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) -এর প্রকাশনা সচিত্র বাংলাদেশ পত্রিকার সম্পাদক
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) –
এর পরিদর্শক মো. খোরশেদ আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক
ইত্তেফাক সংবাদদাতা ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার সম্পাদক প্রভাষক অমর চাঁদ
গুপ্ত অপু, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, সাবেক
সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স
প্রমূখ।
ডিএফপি’র মহাপরিচালক মোহাম্মদ ইশতাক হোসেন বলেন, ঢাকার জাতীয়
দৈনিকে কর্মরত তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকা কোন অংশে কম নয়।
ঢাকায় কর্মরত সাংবাদিকদের নির্দিষ্ট বিষয়ের ওপর সংবাদ সংগ্রহ এবং
পরিবেশন করতে হয়, কিন্তু মফস্বলের সাংবাদিকদের উন্নয়ন, দুর্নীতি, স্বাস্থ্য,
ক্রীড়া, দুর্ঘটনা এমন সব সংবাদই সংগ্রহ এবং পরিবেশন করতে হয়। গুরুত্ব
অনুসারে জাতীয় দৈনিকগুলো মফস্বলের সংবাদকেও প্রথম ও শেষ পাতায় অনেক
জায়গা ও গুরুত্ব দিয়ে প্রকাশ করছে। এতেই বুঝা যায় মফস্বলের সাংবাদিকদের
গুরুত্ব কোন অংশে কম নয়।
মহাপরিচালক বলেন, সাংবাদিকদেরকে সকল লোভ লালসাসহ ভয়ভীতির উর্ধ্বে
থেকে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ জাতির সামনে তুলে ধরতে হবে। একই সাথে জঙ্গীবাদ,
সন্ত্রাস ও সাম্প্রদায়িতার বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি সরকারের উন্নয়নের
সংবাদও গুরুত্বের সাথে পরিবেশনের আহবান জানান।
পরে ডিএফপি মহাপরিচালক স্থানীয় সাপ্তাহিক দেশ মা পত্রিকার সম্পাদক,
উপ-সম্পাদক ও বার্তা সম্পাদকের সাথে কথা বলেন। পত্রিকার সংবাদের মান,
ছাপাসহ শুদ্ধ বানানের জন্য সন্তোষ প্রকাশ করেন। পত্রিকাটি দৈনিক হিসেবে
প্রকাশনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পত্রিকাটির
সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু আনুষ্ঠানিকভাবে সাপ্তাহিক দেশ মা’র
চলতি সংখ্যা হস্তান্তর করেন।