টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের এক
নববধু সুইটি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে
সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত
উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুইটির
পরিবারের সদস্যসহ এলাকারবাসীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য:- শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের সহজ সরল মেয়ে
সুইটি। দারিদ্রতার কারণে ৭ম শ্রেণী পাশ করেই বিয়ের পিড়িতে
বসতে হয় তাঁকে। বিয়ের এগারো মাস পার হতে না হতেই লাশ
হয়ে ফিরতে হলো তাঁকে। এ মার্মান্তিক ঘটনাটি ঘটে গত ২৫
সেপ্টেম্বর দিবাগত রাত্রে।
শ্রীপুর থানা পুলিশ উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রাম থেকে এই
নববধুর লাশ উদ্ধার করে। এদিকে এ ঘটনার প্ররোচনা দেয়ার
অভিযোগে তাঁর স্বামীকে আটক করা হয়। নিহত সুইটি (১৮)
পৌর এলাকার লোহাগাছ গ্রামের বারেক মিয়ার মেয়ে ও তাঁর
স্বামী নাঈম আহমেদ (২৫) একই এলাকার চাঁন মিয়ার ছেলে।
নিহতের মা আমিনা বেগম জানান, এক বছর পূর্বে তার মেয়ে
সুইটিকে নাঈমের সাথে বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকে
যৌতুকের দাবিতে তার মেয়েকে শশুর বাড়ীর লোকজন নানা
নির্যাতন করত।