বিনোদন ঃ
নানা বির্তকের পর অবশেষে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম বাতিল করে জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়েছে।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজক সংস্থা অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
বিচারক প্যানেলের সভাপতি বিবি রাসেল জেসিয়ার নাম ঘোষণা করেন। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি।
নতুন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এদিন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজা ও আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। তবে এদিন গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে থাকা জাদুশিল্পী জুয়েল আইচ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও প্রকৌশলী সোনিয়া কবির বশিরকে দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিচারকদের নতুন রায়ই চূড়ান্ত। এভ্রিল (জান্নাতুল নাঈম) নন, মূল আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। এ নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।
এরপর থেকেই নানা সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েন আয়োজকেরা। অভিযোগ ওঠে, বিচারকদের রায়ে নয় আয়োজকদের পছন্দেই জান্নাতুলকে বিজয়ী করা হয়।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর ফল ঘোষণার সময় শুরুতে শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ- এরপর জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। জেসিয়া ইসলাম তখন হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে তাকে প্রথম রানারআপ ঘোষণা করা হয়।
পরে বেশ কয়েকটি অনুসন্ধানী পর্যবেক্ষণে বেরিয়ে আসে এভ্রিল ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পছন্দের। বিচারকদের নম্বর তোয়াক্কা না করেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়।
বিজয়ী ঘোষণার দুইদিন পর সোমবার থেকেই শোনা যাচ্ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়া জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত। ২০১৩ সালে ২১ মার্চ তিনি বিয়ে করেছিলেন। আড়াই মাস সংসারের পর ডিভোর্স হয়ে যায় তার।
গত কয়েকদিন ধরে বিয়ের এ খবর অস্বীকার করলেও মঙ্গলবার এক ফেসবুক লাইভে এভ্রিল বিয়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, ওটা ছিল বাল্যবিয়ে। তিনি এ বিয়ে মানেননি। নিয়ম রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ডের মঞ্চে যেতে পারবেন না।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চূড়ান্ত আসরে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান।