অনলাইন ডেস্কঃ
ভারতের অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ‘এম১৭ভি৫’ নামে ওই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে সেখানে গেছে একটি দল। এ ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।
ভারতের বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, নিহত সাতজনের সবাই বিমানবাহিনীর সদস্য। তবে তাঁদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত মে মাসে আসাম-অরুণাচল সীমান্তে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুজন পাইলট নিহত হন।