অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নেট। দেশটির দক্ষিণাঞ্চলের চারটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
বলা হচ্ছে, গত মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় মারিয়া ও ইরমার চেয়ে শক্তিশালী নয় নেট। সর্বশেষ রেকর্ড অনুযায়ী এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
মেক্সিকোর সৈকতে আঘাত হানার পর এখন শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড়। আশঙ্কা করা হচ্ছে, এর কারণে ভূমিধস হবে।
নিকারাগুয়া, কোস্টারিকা ও হন্ডুরাস অতিক্রম করার সময় কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটিয়েছে হারিকেন নেট।
এদিকে, লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস আসন্ন ঘূর্ণিঝড়কে ঘিরে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানান, এক হাজারেরও বেশি জাতীয় নিরাপত্তাকর্মীকে নিউ অরলিন্সে পাঠানো হয়েছে। সেখানে তাঁরা পানি নিষ্কাশনব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। সেখানকার নিম্নাঞ্চলের সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ সতর্কতা নিউ অরলিন্সের কিছু অংশের জন্যও প্রযোজ্য। শহরের মেয়র মিচ ল্যান্ড্রিউ বলেন, ‘এখন নেট আমাদের দরজায় বা শিগগিরই আঘাত হানতে যাচ্ছে।’ ঝড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে জানান তিনি।
১২ বছর আগে ঘূর্ণিঝড় ক্যাটরিনা বিধ্বস্ত করে দিয়েছিল নিউ অরলিন্স শহরকে।