স্পোর্টস ডেস্কঃ
গোল পাননি নেইমার। জাল খুঁজে পাননি কিলিয়ান এমবাপ্পেও। তারপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। শনিবার ফরাসি লিগের ম্যাচে দিজোঁর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পিএসজি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত হলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট ছিল নাটকীয়তায় ভরপুর। ৭০তম মিনিটে থমাস মুনিয়েরের গোলে এগিয়ে যায় পিএসজি। ৮৭তম মিনিটে বেঞ্জামিন জেনোট গোল করলে সমতায় ফেরে দিজোঁ।
নির্ধারিত সময়ের খেলা শেষেও স্কোরলাইন ১-১ ছিল। যোগ করা সময়েই জয়সূচক গোলের দেখা পায় পিএসজি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মুনিয়ের গোল করলে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির দল।
একদিন আগে লিঁওর কাছে ১-২ গোলে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো। সেই সুযোগ ঠিকঠাক লুফে নেয় পিএসজি।
লিগের ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে পিএসজি। ১৯ পয়েন্ট নিয়ে মোনাকো বেশ পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে।