পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে কালো রংয়ের একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে পুলিশ।
মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মাইক্রোবাসটি যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
বুধবার রাতে মাইক্রোবাসটি আটকের কথা জানানো হলেও নগরীর কোন এলাকা থেকে মাইক্রোবাসটি আনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পুলিশ কমিশনার বাহার বলেন, “একটি মাইক্রোবাস আমরা চালকসহ এনেছি। এটি সেই মাইক্রোবাস কি না তা আমরা ভেরিফাই করছি।”
বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
রোববার সকালে মিতু হত্যাকাণ্ডের পর মোটর সাইকেলে করে তিনজন পালিয়ে যাওয়ার পরপরই একটি কালো রংয়ের মাইক্রোবাস ও আর নিজাম রোডের সড়ক অতিক্রম করে গোলপাহাড় মোড়ের দিকে চলে যেতে দেখা যায় সংগ্রহ করা একটি সিসিটিভি ফুটেজে।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের ‘ব্যাক-আপ’ হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকতে পার।
এছাড়া ঘটনার পর বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তারাও মাইক্রোবাসের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছিলেন।