ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানা প্রশাসনের আয়োজনে উমেদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উমেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস,আই ইকবাল কবীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: লতিফ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা রিপন মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন ¯’ান নেই। ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষকে হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট। দেশকে অ¯ি’তিশীল করতে জঙ্গিরা ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানানো হয়।