স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ম্যাচ ফিক্সিং ও বুকিদের সম্পর্ক বেশ পুরনো। ফিক্সিংয়ের কালো থাবা ক্ষত-বিক্ষত করেছে দেশটির ক্রিকেটকে। আরেকবার ফিক্সিং হানা দিতে চেয়েছিল পাকিস্তানের ক্রিকেটে। তবে এ যাত্রায় বেঁচে গেল ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সরফরাজ আহমেদকে প্রস্তাব দিয়েছিল বুকিরা। সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ার পাশাপাশি বুকিদের তৎপরতার বিষয়টি বোর্ডের দুর্নীতি-বিরোধী ও নিরাপত্তা ইউনিটকে জানিয়ে দেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে ইন্ডিয়া টুডে শনিবার এমনই সংবাদ প্রকাশ করেছে। বুকিদের প্রস্তাবের ঘটনা পাকিস্তানের ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগেই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় শারজিল খান ও খালিদ লতিফকে সমান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।
নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ব্যাপারটি অনেক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সরফরাজের জন্য অনেক শ্রদ্ধা। একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে সে সতীর্থদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কীভাবে অন্যায় প্রস্তাব থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়।’
পিসিবি সূত্র জানায়, যেই লোকটি সরফরাজকে প্রস্তাব দিয়েছিলেন তিনি দুবাইয়ে বসবাস করেন। তবে খুব সম্ভবত সরফরাজের সঙ্গে তার চেনাজানা রয়েছে। এই ঘটনায় টিম ম্যানেজমেন্ট নজরদারি বৃদ্ধি করেছে বলে বোর্ড জানায়।
গত বছর পাকিস্তান সুপার লিগ চলার সময় দুবাইয়ে শারজিল ও খালিদ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও বোর্ডকে জানাননি। এবার তাই শ্রীলঙ্কা সিরিজে নিজেদের হোটেল রুম পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেট দল।