বাংলার প্রতিদিন ডেস্কঃ
নিখোঁজ হওয়ার সাতদিন পর রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অনেক চেষ্টার পর আজ খাল থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে তার বাবা-মায়ের কাছে লাশটি দিয়ে দেওয়া হবে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সন্ধ্যায় জানান, শিশু হৃদয়ের মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত হয়ে গেছে। এখন লাশটি নিয়ে আসা হচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত ১৫ অক্টোবর বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশু হৃদয়। আর খালে পড়েই সে পানিতে তলিয়ে যায়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। কিন্তু পানিতে অনেক ময়লা-আবর্জনা থাকার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়।
হৃদয়ের বাবা আবদুস সালাম রিকশাচালক। ওই এলাকার একটি বস্তিতে সপরিবারে বসবাস করেন তিনি।